শুক্রবার, ০৩ মে ২০২৪, ০১:০৪ পূর্বাহ্ন

সাম্রাজ্যবাদের যুগ শেষ

সাম্রাজ্যবাদের যুগ শেষ

স্বদেশ ডেস্ক:

লাদাখ সীমান্তে গতকাল আকস্মিক সফরে গিয়ে চীনকে কড়া বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। সরাসরি চীনের নাম উল্লেখ না করে নরেন্দ্র মোদি বলেছেন, সাম্রাজ্যবাদের যুগ শেষ হয়ে গেছে, এটা উন্নয়নের যুগ, বিকাশবাদই ভবিষ্যৎ। সম্প্রতি চীনের সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সেনাদের বীরত্বের কথাও স্মরণ করেছেন তিনি।

এনডিটিভি জানায়, সীমান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার সকালে বিশেষ বিমানে আচমকা লাদাখের লেহ ঘাঁটিতে যান মোদি। তার সঙ্গে ছিলেন তিন বাহিনীর প্রধান চিফ অব ডিফেন্স জেনারেল বিপিন রাওয়াত ও সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবনে।

১১ হাজার ফুট উঁচুতে দাঁড়িয়ে মোদি লাদাখে নিয়োজিত ভারতীয় সেনাদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আপনারা যে জায়গাটিতে মোতায়েন আছেন, তার থেকেও অনেক উঁচুতে অবস্থান করছে আপনাদের সাহসিকতা। আপনাদের চারপাশে ঘিরে থাকা পর্বতগুলোর মতোই আপনারা শক্তিশালী।’

চীনের নাম উল্লেখ না করে মোদি বলেন, ‘ইতিহাস সাক্ষী রয়েছে, সাম্রাজ্যবাদী শক্তি ধ্বংস হয়ে গেছে, নয়তো হার মেনেছে। বীরত্বই শান্তির পূর্ব শর্ত, দুর্বলরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।’

সেনাদের উদ্বুদ্ধ করতে এবং মৃত সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মোদি বলেন, ‘আমি দুই মা-কে সবচেয়ে বেশি সম্মান করিÑ এক, ভারতমাতা এবং দুই, বীরমাতাÑ যারা এই সাহসী, পরাক্রমী সেনাদের জন্ম দিয়েছেন।’

জুনের মাঝামাঝি লাদাখের গালওয়ানে ওই সংঘর্ষে দুই পক্ষই পাথর, রড ও লাঠি ব্যবহার করেছিল বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত ও ৭৬ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। বেইজিং তাদের দিককার কোনো ক্ষয়ক্ষতির কথা জানায়নি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877