স্বদেশ ডেস্ক: ভারতে ফের লাফিয়ে বাড়ল সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৯ হাজার ৪৫৯ জন। আরও মৃত্যু হয়েছে ৩৮০ জনের।
নতুন করে আক্রান্তের জেরে দেশজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪৮ হাজার ৩১৮ জন। এর মধ্যে চিকিৎসাধীন রয়েছে ২ লাখ ১০ হাজারের বেশি, সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ২১ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৪৭৫ জনের।
অন্যদিকে বিশ্বজুড়ে ইতোমধ্যেই ১ কোটি ৯৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়েছেন। এরমধ্যে ৫ লাখ ৩৯০ জনের মৃত্যুও হয়েছে। আমারিকায় মৃতের সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সেখানে মৃত্যু হয়েছে ১ লাখ ২৫ হাজার ৭৪৭ জন। ব্রাজিলে সংখ্যাটা ৫৭ হাজার ৬২২ জন ও ব্রিটেনে ৪৩ হাজার ৫৫০ জন।
অন্যদিকে মানব জাতির এই সংকটময় পরিস্থিতিতে করোনার সংক্রমণ নিয়ে নতুন করে আশঙ্কার কথা শোনাল মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক বিষয়ক সংস্থা ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভিশন'(সিডিসি)।
করোনার উপসর্গ হিসেবে সিডিসি’র তালিকাভুক্ত নতুন তিনটি উপসর্গ হল, ১. সর্দি ২. বমি বমি ভাব এবং ৩. ডায়েরিয়া। আর এই নিয়ে করোনার সংক্রমণের প্রাথমিক উপসর্গ হিসেবে বারোটি বিষয়কে সিডিসি’র তালিকায় যুক্ত করা হল।