বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

আক্রান্তে শীর্ষ ১৭ দেশের মধ্যে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে

আক্রান্তে শীর্ষ ১৭ দেশের মধ্যে সবচেয়ে কম টেস্ট বাংলাদেশে

স্বদেশ ডেস্ক:

দেশে আজ রোববার পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এই হিসাবে বিশ্বে করোনা রোগী শনাক্তের তালিকায়  ১৭তম অবস্থানে আছে বাংলাদেশ। আর এই ১৭ দেশের মধ্যে প্রতি ১০ লাখে সবচেয়ে কম নমুনা পরীক্ষা হয়েছে বাংলাদেশে।

আজ রোববার ‘টেস্ট কোন দেশে আসলে কেমন হচ্ছে’ শিরোনামে লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটেন ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি বাংলা।

ওই অনলাইন প্রতিবেদনে বলা হয়, প্রথম যে ১৭টি দেশ আছে সংক্রমণের দিক থেকে, তাদের মধ্যে বাংলাদেশ ১৭ নম্বরে। এই ১৭টি দেশের মধ্যে প্রতি ১০ লাখে সবচেয়ে কম টেস্ট হয়েছে বাংলাদেশেই।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে আজ রোববার জানানো হয়, বাংলাদেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি। যার মধ্যে শনাক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন। অর্থাৎ শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত টেস্ট করা হয়েছে ৩ কোটি ২ লাখ মানুষের। প্রতি ১০ লাখে প্রায় ১ লাখ মানুষের টেস্ট করা হয়েছে দেশটিতে।

ব্রাজিলে প্রায় ১০ ভাগের এক ভাগ টেস্ট করা হয়েছে। প্রতি ১০ লাখে ১৩ হাজার ৭৬৬ জনকে টেস্ট করা হয়েছে।

তবে এদিক থেকে এগিয়ে আছে রাশিয়া। প্রতি ১০ লাখে টেস্ট করা হয়েছে ১ লাখ ২৮ লাখের বেশি। যুক্তরাজ্যও প্রতি ১০ লাখে ১ লাখ ৩০ হাজারের বেশি টেস্ট করেছে।

ভারতে যদিও ৮২ লাখের বেশি টেস্ট করা হয়েছে, তবুও দেশটিতে প্রতি ১০ লাখে টেস্টের সংখ্যা ৫ হাজারের কিছু বেশি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877