স্বদেশ ডেস্ক:
চলমান করোনাভাইরাসের সংকটকালে সরকার ও আওয়ামী লীগ কোনো রাজনীতি করছে না বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘করোনার সংক্রমণ রোধ ও মানুষ বাঁচানোই হচ্ছে এখন একমাত্র রাজনীতি।’
আজ বৃহস্পতিবার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিং করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বিএনপি মহাসচিবের তোলা বিরাজনীতিকরণের অভিযোগ প্রসঙ্গে এমন কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা ‘সরকারের নাকি পিঠ দেয়ালে ঠেকে গেছে’ মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনানির্ভর রাজনীতির জন্য বিএনপিরই পিঠ দেয়ালে ঠেকে গেছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘বক্তৃতা বিবৃতির মাধমে সরকারের সমালোচনা করা ছাড়া বিএনপির এখন আর কোনো রাজনীতি নেই। অসহায় মানুষ থেকে তাদের অবস্থান এখন যোজন-যোজন দূরে ।’
সেতুমন্ত্রী বলেন, ‘করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতিবীদের কাজ নয়। যাদের দরকার, সেসব বিশেষজ্ঞদের নিয়ে কমিটি করা হয়েছে, তাদের মতামত নিয়েই সিদ্ধান্ত প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
হাসপাতাল মালিকদের বিবেকের কাছে প্রশ্ন রেখে সেতুমন্ত্রী বলেন, ‘কিছু হাসপাতাল রোগী ভর্তি না করার জন্য নানা ছল-চাতুরির আশ্রয় নিচ্ছে। এ মুহূর্তে এটি মোটেও সমীচীন নয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবাদানে সর্বোচ্চ চেষ্টা করছে, ফ্রন্টলাইনে কর্মরত যোদ্ধারা যখন জীবন বাজি রেখে কাজ করছেন, তখন কিছু হাসপাতাল-ক্লিনিক কোনো সাধারণ সেবার জন্য গেলেও বাধ্যতামূলক করোনা টেস্ট করাচ্ছে। কিংবা করোনার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না। এমন পরিস্থিতিতে ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ রোগীদের ওপর চাপানো কতটা যৌক্তিক?’
দেশে বর্তমানে ৬৬টি পরীক্ষাগারে করোনা পরীক্ষা করা হচ্ছে। সরকার পর্যায়ক্রমে প্রতিটি জেলায় নমুনা পরীক্ষার সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।