শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমিরাত নাগরিকদের চলাচলে সব নিষেধাজ্ঞা উঠলো

আমিরাত নাগরিকদের চলাচলে সব নিষেধাজ্ঞা উঠলো

স্বদেশ ডেস্খ:

সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের চলাচলের ওপর সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। গতকাল বুধবার রাতে স্থানীয় গণমাধ্যমগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, করোনাভাইরাস : দুবাইয়ের সংকট ও দুর্যোগ পরিচালনার সুপ্রিম কমিটি, জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মিল রেখে জাতীয় জীবাণুমুক্তকরণ কর্মসূচির সমাপ্তির ঘোষণা করেছে। এই ঘোষণার মাধ্যমে সারা দিন ও রাতে অবাধে চলাচল করতে পারবেন আমিরাতে বসবাসরত সব নাগরিক।

তবে অবশ্যই মুখোশ পরা ও সামাজিক দূরত্বসহ সতর্কতামূলকভাবে সবাইকে চলাচল করতে অনুরোধ জানিয়েছে আমিরাত সরকার।

এর আগে দুবাইয়ে রাত ১১টা থেকে সকাল ৬টা এবং আবুধাবিসহ আমিরাতের অন্যান্য প্রদেশে রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত সকল প্রকার চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা ছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877