স্পোর্টস ডেস্ক:
একদিনের ব্যবধানে দুটি সিরিজ স্থগিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের। গতকাল টাইগারদের নিউজিল্যান্ড সিরিজ স্থগিত হওয়ার পর আজ শ্রীলঙ্কার সফর স্থগিতের ঘোষণা এলো। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড (এসএলসি)।
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী আগামী মাসে (জুলাই) এই সফরে যাওয়ার কথা ছিল। এর আগে শ্রীলঙ্কা রাজি থাকলে আগস্টে তিন টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি ছিল বিসিবি।
তবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড আগস্টে কোনো খেলার সূচি ফাঁকা রাখেনি। সেই সময় টি-২০ প্রিমিয়ার লিগ আয়োজন করার পরিকল্পনা করে তারা।
আগামী জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে লঙ্কানদের বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। এ নিয়ে মোট পাঁচটি সিরিজ স্থগিত হলো বাংলাদেশের। পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সিরিজের পর শ্রীলঙ্কা।