বিনোদন ডেস্ক : শুক্লার স্বামী মারা যায়। রক্ষিতা হিসেবে জমিদার তাকে রেখে দেন। জমিদারের স্ত্রী খুব ভালো মনের মানুষ। কিন্তু শুক্লা জমিদারের অত্যাচার সহ্য করতে পারেন না। একটা সময় সে জমিদারকে খুন করেন। এমনই এক গল্প নিয়ে বড় পর্দায় আসছেন চিত্রনায়িকা শাহনূর। সম্প্রতি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেয়েছে শাহনূর অভিনীত ছবি ‘ইন্দুবালা’। জয় সরকার পরিচালিত এই ছবিতে তিনি অভিনয় করেছেন শুক্লার চরিত্রে।
শাহনূর বলেন, ‘দারুণ ও চ্যালেঞ্জিং একটি কাজ ছিল এটি। সত্যি বলতে কি, শুক্লা চরিত্রটি আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। শুনেছি, সেন্সর বোর্ডের সদস্যরাও নাকি ছবির গল্প এবং নিমার্ণশৈলীর প্রশংসা করেছেন।’
শাহনূর আরও বলেন, ‘ছবির শুটিং হয়েছে গত বছর। গাজীপুর ও জয়পুরহাটের বিভিন্ন মনোরম লোকেশনে ছবিটির চিত্রায়ন হয়েছে। ছবিতে এক অবহেলিত নারীর জীবন সংগ্রাম এবং সংগ্রাম শেষে তার জীবনের সাফল্যগাঁথার গল্প উঠে এসেছে। আমার বিশ্বাস, গল্পটি সবার ভালো লাগবে।’
‘ইন্দুবালা’র কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন মাসুম আজিজ। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ, শামীমা নাজনীন, আনিসুর রহমান মিলন, আশিক চৌধুরী, সাদেক বাচ্চু, মাসুম আজিজসহ আরও অনেকে। নির্মাতা জয় সরকার জানান, খুব শিগগিরই ছবিটি মুক্তি দেওয়া হবে।