রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৪৬ অপরাহ্ন

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ১

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০১৯

স্বদেশ ডেস্ক : সৌদি আরবের আভা বেসামরিক বিমানবন্দরে ড্রোন হামলায় একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ২১ জন।গতকাল রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।

ইয়েমেনে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিমানবন্দরটিতে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে এবং এখন বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

সামরিক জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত হুতি মিলিশিয়রা আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ত্রাসী হামলা চালিয়েছে।ওই বিমানবন্দর দিয়ে প্রতিদিন কয়েক হাজার বেসামিরক নাগরিক চলাচল করে।

তবে কিভাবে ওই বিমানবন্দরে হামলা চালানো হয়েছে সে বিষয়ে জোটের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সৌদিতে অনেকদিন ধরেই হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।চলতি মাসে বেসামরিক বিভিন্ন স্থাপনায় ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তারা।এর মধ্যে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

রোববার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভির খবরে বলা হয়েছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় আভা এবং জিযান বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে।

এর আগে চলতি মাসের প্রথমদিকে আভা বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ জন আহত হয়েছিল। যাদের সবাই বেসামরিক নাগরিক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ