রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

শেষ ৩ সপ্তাহে আক্রান্ত ৬২ হাজার

শেষ ৩ সপ্তাহে আক্রান্ত ৬২ হাজার

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। রোববার নতুন করে আরো তিন হাজার ৫৩১ জন আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে বাংলাদেশে মোট এক লাখ ১২ হাজার ৩০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, শেষ তিন সপ্তাহেই আক্রান্ত হয়েছেন ৬২ হাজার মানুষ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল ৮ মার্চ। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন নারী ও দু’জন পুরুষ। এদের মধ্যে দু’জন ইতালি থেকে এসেছেন। অপর একজন তাদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।

এক মাস পার না হতেই ৬ এপ্রিল আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক শ’। এরপর দ্রুত সংক্রমিত হতে থাকে ভাইরাসটি। এক সপ্তাহ পরেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ায়।

এক মাস পর ৩ মে তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজারে ছাড়ায়।

১ জুন আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। আর মাসের মাঝামাঝিতে, অর্থাৎ ১৮ জুনে সেই সংখ্যা এক লাখ ছাড়ায়।

সূত্র : বিবিসি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877