রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

সিলেট হচ্ছে স্মার্ট শহর

সিলেট হচ্ছে স্মার্ট শহর

স্বদেশ ডেস্ক: সিলেট শহর স্মার্ট শহরে পরিণত হতে যাচ্ছে। ‘ডিজিটাল সিলেট সিটি’ প্রকল্পের আওতায় চীনের হুয়াওয়ে কোম্পানির সহায়তায় প্রায় ৪ কোটি টাকা খরচে সিলেট শহরে বসছে ক্যামেরা। সিলেট মহানগরীর অপরাধ নিয়ন্ত্রণে ১১০টি ইন্টারনেট প্রটোকল (আইপি) ক্যামেরা বসানো হচ্ছে। এই ক্যামেরায় অপরাধী এবং অপরাধে জড়িত যানবাহনের গতিবিধি ধরা পড়বে। এজন্য কোতোয়ালি থানায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, সরকার দেশকে পুরোপুরি ডিজিটালাইজড করতে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশকে (এসএমপি) তথ্য প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ করতে আইপি ক্যামেরা দেওয়া হয়েছে। আশা করি এই প্রযুক্তির ব্যবহারে সিলেট নগরী আরও নিরাপদ হয়ে উঠবে। নগরবাসী নিশ্চিন্তে ও শান্তিতে থাকবে। তিনি সিলেটবাসীকে নিরাপদ রাখতে পুলিশ প্রশাসনকেও আরও সক্রিয় হয়ে কাজ করার আহ্বান জানান। এ সময় সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, এসএমপির অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপকমিশনার কামরুল আমিন, ফয়সাল মাহমুদ, সহকারী কমিশনার ইসমাইল হোসেন, কোতোয়ালি থানার ওসি সেলিম মিয়া, আইপি ক্যামেরা স্থাপনের প্রকল্প পরিচালক মহিদুর রহমান, প্রকল্পের স্থানীয় অংশীদার গ্লোবাল ট্রেড করপোরেশনের সিইও মছনুল করিম চৌধুরী ও হুয়াওয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877