শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ঢাকায় হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি

ঢাকায় হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত সাবেক এমপি বদি

স্বদেশ ডেস্ক:

ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি।

শনিবার ভোরে রাজধানীর আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় তিনি।

বদির একান্ত সহকারী হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অবস্থান অবনতি না ঘটলেও চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার রাত ৮টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতাল থেকে নিজের গাড়ি নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বদি।

করোনার উপর্সগ দেখা দেয়ায় আবদুর রহমান বদি গত বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের হাসপাতালে ভর্তি হন। পরে শুক্রবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877