সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

ভ্যাকসিন তৈরিতে বড় সাফল্য ইসরায়েলি বিজ্ঞানীদের!

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০

স্বদেশ ডেস্ক:

বর্তমান বিশ্বে মহামারি করোনাভাইরাসের মতো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে চলমান যুদ্ধে আশার আলো দেখিয়েছে ইসরায়েলের একদল বিজ্ঞানী। ভ্যাকসিন আবিষ্কারের পথে বড় সাফল্য পাওয়ার দাবি করেছে তারা। তাদের দাবি, করোনাভাইরাসের মলিকিউল চিহ্নিত করা গেছে যা দিয়ে এ ভাইরাসের প্রতিষেধক তৈরি করা যাবে।

ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) বিজ্ঞানীদের সাম্প্রতিক গবেষণায় এমন চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করা হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

এমডিপি ভ্যাকসিন নামে একটি জার্নালে প্রকাশিত রিপোর্টে ইজরায়েলি গবেষকরা জানিয়েছেন, ভাইরাসের অ্যান্টিজেন মলিকিউলের ওপর পরীক্ষা চালিয়ে এমন কিছু উপাদান পাওয়া গেছে যা দিয়ে ভ্যাকসিন তৈরি হলে শরীরে অ্যান্টিবডি তৈরি তো হবেই পাশাপাশি বাড়বে ইমিউনিটিও। এ ক্ষেত্রে ২৫ রকম এপিটোপ চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা।

এপিটোপ হলো অ্যান্টিজেন মলিকিউলের প্রোটিন অংশ যার সঙ্গে অ্যান্টিবডি যুক্ত হতে পারে। এই ২৫টি এপিটোপের মধ্যে সাতটি শরীরে ঢুকে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করতে পারবে। এই গবেষণাকে কাজে লাগিয়েই ভ্যাকসিন ক্যানডিডেট তৈরি করছে বিআইইউ ইউনিভার্সিটি।

নানাভাবে এই সাতটি এপিটোপের পরীক্ষা করার পর গবেষকরা নিশ্চিত হন যে এগুলো নন এলার্জিক, নন টক্সিক। কোনোরকম অটোইমিউন রেসপন্স বৃদ্ধি করার ঝুঁকিও কম এতে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ