স্বদেশ ডেস্খ:
বিশ্বজুড়ে মহামারি রূপ নেওয়া করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত ল্যাটিন আমেরিকার দেশ চিলির স্বাস্থ্য খাত। করোনা পরিস্থিতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে দেশটি। এই পরিস্থিতির মধ্যেই চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচ পদত্যাগ করেছেন।
গতকাল শনিবার চিলির স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, চিলির স্বাস্থ্যমন্ত্রী জাইমি মানালিচের স্থালাভিষিক্ত হয়েছেন অস্কার এনরিক প্যারিস। গতকালই একাডেমিশিয়ান ও মেডিকেল ডাক্তার অস্কার এনরিক প্যারিসকে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বের বিষয়ে চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা বলেছেন, ‘নতুন স্বাস্থ্যমন্ত্রীর প্রথম মিশন হবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা। তবে তাকে পাবলিক ও প্রাইভেট স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন নিয়েও কাজ করতে হবে।’
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, চিলিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৩ হাজার ১০১ জনের।