স্পোর্টস ডেস্ক : সাকিব ঠেকাও পরিকল্পনায় নামতে হবে আজ আফগানিস্তানকে। কাল আফগান অধিনায়ক গুলবাদিন বলেছেন, ‘কোনো খেলোয়াড়কে এভাবে রুখে দেওয়া যায় না। এটা নির্ভর করে দিনটি আপনার পক্ষে যাচ্ছে কিনা। বাংলাদেশের শুধু সাকিব না। পুরো দলে আরও ভালো খেলোয়াড় আছে। সাকিব খুবই বড় খেলোয়াড়। আমাদের রশিদ ও নবী ঘরোয়া ক্রিকেটে ওর মোকাবিলা করেছে। আমরা ভালো দিনের অপেক্ষা করছি।’
ভারতের সঙ্গে দারুণ লড়াই করেছে আফগানিস্তান। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপকে ভড়কে দিয়েছিল তারা। মোহাম্মদ শামি হ্যাটট্রিক না করলে কী হতো বলা মুশকিল। একই মাঠে আবার খেলতে নামছে আফগানিস্তান। আফগানিস্তানের শক্তি স্পিন। আর সেই স্পিনবান্ধব উইকেটে বাংলাদেশের সঙ্গে খেলা। আফগান অধিনায়ক গুলবাদিন নাইব মনে করেন, এই মাঠে আগের ম্যাচের পারফরম্যান্স কোনো ব্যাপার নয়।
নাইব জানান, বাংলাদেশকে হারাতে হলে তাদের ভালো ক্রিকেট খেলতে হবে। নাইব বেশ আত্মবিশ্বাসী। যদিও জানেন, বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই বাংলাদেশ খুব ভয়ঙ্কর।
তিনি বলেছেন, ‘এটা ঠিক আমরা একই উইকেটে খেলেছি। ক্রিকেটে আপনি চাপ কীভাবে নেন, সেটার ওপর নির্ভর করে সবকিছু। ইংল্যান্ডের আবহাওয়া এখনো আমাদের অনুকূলে নেই। আমরা ভারতের ম্যাচটি হেরেছি। অবশ্য ভালো খেলেছি আমরা। বাংলাদেশের ম্যাচে আমরা আরও ভালো খেলতে চাইব। বাংলাদেশ অসাধারণ করছে। ওরা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৪০ রান তাড়া করেছে। সাকিব আল হাসান আফগানিস্তানের মাথাব্যথার কারণ।
নাইব বলেছেন, ‘সাকিব বাংলাদেশের জন্য অনেক কিছু করছে। অবিশ্বাস্য খেলছে সে। আমরা আগামীকাল (আজ) ভালো করার চেষ্টা করব। প্রতিদিনই আমরা উন্নতি করছি। আফগানিস্তানের জন্য এটা বড় কিছু।’
বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে কেমন। অনেক ঘরোয়া ক্রিকেটেও দেখা হয়েছে তাদের। নাইব জানতেন এই প্রশ্ন আসবে। তিনি বলেছেন, ‘বাংলাদেশ গত দুই বছর অসাধারণ খেলছে। মাশরাফি দায়িত্ব নেওয়ার পর এই দলটি আগের চেয়ে অনেক পাল্টে গেছে। প্রত্যেকটি বিভাগে ভালো করছে তারা। এশিয়া দলগুলো ইংল্যান্ডের মতো কন্ডিশনে লড়াই করে টিকে থাকার। ব্যাটিংয়ে বাংলাদেশ গত ৪ বছর অনেক কিছু করেছে। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামো ভালো। ৫০ ওভারে সেরা দল তারা। বাংলাদেশ এই টুর্নামেন্ট যেভাবে শুরু করেছে, সেটা অবিশ্বাস্য। তবে আশা করছি আগামীকাল (আজ) দিনটা আমাদের হবে।’
লড়াইটা কি তা হলে আফগান স্পিন বনাম বাংলাদেশের-নাইব বলেছেন, ‘শুধু বাংলাদেশই নয়। যদি কাল (আজ) উইকেটে স্পিন ধরে, তা হলে ভালো হবে। এই উইকেটে স্পিনাররা ভালো করবেন। এই টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স দেখেছি। আমরা জানি তারা কী করতে পারে। প্রতিটি দিনই আমাদের কাছে নতুন।’