বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন

বিশ্ব ক্রিকেটের ফার্স্টলেডিরা

বিশ্ব ক্রিকেটের ফার্স্টলেডিরা

স্পোটর্স ডেস্ক : প্রত্যেক সফলতার পেছনেই কোনো না কোনো নারীর ভূমিকা রয়েছে। আর তাই হয়তো বিশ্বকাপের ম্যাচগুলোয় মাঝে মাঝে স্বামীদের উৎসাহ দিতে গ্যালারিতে দেখা যায় ক্রিকেটারদের স্ত্রীদের। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর ক্যাপ্টেনদের স্ত্রীদের নিয়ে থাকছে আমাদের এবারের আয়োজন। লিখেছেনÑ আজহারুল ইসলাম অভি সুমনা হক সুমী সুমনা হক সুমী, মাশরাফি বিন মোর্ত্তজার স্ত্রী। স্কুলজীবন থেকেই পরিচয়। সুমীর বাবা মারা গেছেন সেই ছোটবেলায়। মা হোসনে আরা বেগমের পরিশ্রম আর অভিভাবকত্বেই মানুষ হয়েছেন সুমী। বাবাকে না পাওয়ার কষ্ট ছিল ছোটবেলা থেকে। মেয়েদের অবশ্য সেই কষ্ট পেতে দেননি মা। সুমী ও মাশরাফি কারও পরিবারই প্রথমে মেনে নিতে চায়নি এই বিয়ে। অবশেষে ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর। বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মোর্ত্তজার জীবনের নতুন ইনিংসও শুরু হয়। নড়াইল চিত্রাপাড়ের মেয়ে সুমনা হক সুমীকে এদিনেই বিয়ে করেন ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মোর্ত্তজা। নড়াইল শহরের রূপগঞ্জে একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে সম্পন্ন হয়। পরদিন ৮ সেপ্টেম্বর চিত্রা নদীর কোলঘেঁষে গড়ে ওঠা চিত্রা রিসোর্টে বউভাত অনুষ্ঠিত হয়। এসব অনুষ্ঠান ঘিরে বাংলাদেশ ক্রিকেট দলের তৎকালীন সভাপতি, কোচ, খেলোয়াড়, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার মানুষের মিলনমেলা হয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে মাশরাফির নতুন জীবনের ১২টি বছর। মানে, এক যুগে যুগলবন্দি তারা। দাম্পত্য জীবনে হুমায়রা ও সাহেল নামে দুই সন্তানের জনক-জননী তারা। স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখের সংসার বাংলাদেশ ওয়ানডে দলপতির। বেশ কিছু সামাজিক কর্মকা-ের সঙ্গেও জড়িত সুমনা হক সুমী। গত জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফির পক্ষে সুমীকে নির্বাচনী প্রচারের কাজেও দেখা যায়। আনুশকা শর্মা হার্টথ্রব আনুশকা এখন মিসেস কোহলি। দুজন ছিলেন দুই ভুবনের মানুষ। একজন ভারতীয় ক্রিকেট দলের প্রাণভোমরা, অন্যজন বলিউড চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী। ২০১৩ সালে একটি শ্যাম্পুর বিজ্ঞাপনে জুটি বাঁধেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ধারণা করা হয়, এখান থেকেই তাদের রোমান্সের শুরু। ২০১৪ সালে এপ্রিলে আনুশকার ‘বোম্বে ভেলভেট’ ও ‘পিকে’ ছবির শুটিং সেটে দেখা যায় বিরাটকে। এর পর থেকেই সামাজিকমাধ্যমে প্রকাশ পেতে থাকে তাদের যুগল ছবি। এর পর ২০১৪ সালের অক্টোবরে ভারতের সুপার লিগের ম্যাচে একসঙ্গে দেখা যায় তাদের। একই বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ান ধারাভাষ্যকার মিচেল সø্যাটার ভুলবশত আনুশকাকে বিরাটের স্ত্রী বলে বসেন। ২০১৫ সালের মার্চে টুইটারে আনুশকা প্রথম প্রযোজিত চলচ্চিত্র ‘এনএইচ১০’-এর বেশ প্রশংসা করেন বিরাট। সেই বছর জুনে বিরাটের বাজে ফর্মের কারণে আনুশকাকে দায়ী করেন ভারতীয় সমর্থকরা। এতে কষ্ট পেয়ে বিরাট সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়েন। ২০১৬ সালের নভেম্বরে দুজনকে একসঙ্গে যুবরাজ সিংয়ের বিয়েতে দেখা যায়। একই বছর ডিসেম্বরে দুজনের আংটি বদলের গুজব ছড়িয়ে পড়ে। তারা দুজন একসঙ্গে ছুটি কাটাতে বের হয়েছেন, এমন গুজবও ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তবে সেগুলো মিথ্যা প্রমাণিত হয়। ২০১৭ সালের নভেম্বরে জহির খান ও সাগরিকার বিবাহ অভ্যর্থনার অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা যায় বিরাট-আনুশকাকে। ডিসেম্বর-২০১৭ : এ মাসের শুরুতে ভারত-শ্রীলংকা ওয়ানডে সিরিজ থেকে বিরাটের ছুটি, পরিবার ও প্রধান পুরোহিতসমেত আনুশকার ইতালি যাত্রা, সবকিছুই ইঙ্গিত দিচ্ছিল তাদের বিয়ের। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরের ১১ তারিখে ইতালির ফ্লোরেন্স শহরের ঐতিহ্যবাহী অভিজাত রিসোর্ট ‘বুর্গ ফিনিচ্চিয়াতো’তে সব নাটকীয়তা শেষ করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট-আনুশকা। অ্যামি গ্রিফিথস অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের অধিনায়কের স্ত্রী অ্যামি গ্রিফিথস। অ্যারন ফিঞ্চ ও অ্যামি গ্রিফিথস বিয়ে করেছেন গত বছর আইপিএলের প্রথম ম্যাচের দিন অর্থাৎ ৭ এপ্রিল। অ্যামি গ্রিফিথস জন্মগ্রহণ করেছেন অস্ট্রেলিয়ার মেলবোর্নে। পেশায় তিনি একজন নেটওয়ার্ক ইন্টিগ্রেশন স্পেশালিস্ট। ২০১৪ সাল থেকে তিনি অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্কে কাজ করছেন। অ্যারন ফিঞ্চ ও অ্যামি গ্রিফিথস ২০১৬ সাল থেকে একে অন্যের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তারা রিজওয়ে ইংল্যান্ড দলের অধিনায়কের স্ত্রী তারা রিজওয়ে। সমারসেট ব্যাবিংটন হাউসে পরিবারের সদস্য ও ১৩০ জন অতিথির উপস্থিতিতে ইয়ন মরগান ও তারা রিজওয়ের বিয়ে সম্পন্ন হয়। দীর্ঘদিনের প্রেমের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৮ সালের ৩ নভেম্বর তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ম্যাককুলাম, অ্যালিস্টার কুক, জ্যাসন রয়, স্টিভ ফিন, মার্ক উড, জস বাটলাররাও উপস্থিত ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে। সাইয়্যেদা খুশবাখত পাকিস্তানি ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদ বিয়ে করেছেন সাইয়্যেদা খুশবাখত শাহকে। তারা ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সাইয়্যেদা খুশবাখত ও সরফরাজ দম্পতির প্রথম সন্তান জন্মগ্রহণ করেন ২০১৭ সালে। সাইয়্যেদা খুশবাখত পেশায় একজন গৃহিণী। ইমারি ভিসের ২০১৩ সালের ২৩ নভেম্বর ফাফ ডু প্লেসিস তার প্রেমিকা ইমারি ভিসেরকে বিয়ে করেন। ইমারি ভিসের পেশায় একজন ফটোগ্রাফার। তিনি বর্তমানে নিমুয়ি স্কিন টেকনোলজিতে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। ২০১৭ সালে এ দম্পতি প্রথম কন্যাসন্তান জন্ম দেন। অনুরাধা কুরুকুলাসুরিয়া শ্রীলংকা ক্রিকেট দলের অধিনায়কের স্ত্রী অনুরাধা কুরুকুলাসুরিয়া। পেশায় তিনি একজন মডেল ও অভিনেত্রী। ২০১৫ সালের ২৯ এপ্রিল দিমুথ করুনারতেœ অনুরাধা কুরুকুলাসুরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্রীলংকার প্রেসিডেন্টসহ শ্রীলংকান ক্রিকেট দলের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি এ বিয়েতে উপস্থিত ছিলেন। কলম্বোর গঙ্গারামায়া টেম্পলে এ বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877