বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন

ঢাকায় করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

ঢাকায় করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। আইইসিডিআরের ওয়েবসাইট অনুযায়ী, সোমবার দুপুরে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭৬৯। মোট আক্রান্তের ৪৯ শতাংশই ঢাকায়। রাজধানীতে আক্রান্তের সংখ্যা আজ ২০ হাজার ছাড়িয়েছে। ঢাকা বিভাগের অন্য শহরগুলোতে আছে ২০ শতাংশ রোগী।

ঢাকা শহরে মোট করোনা রোগীর সংখ্যা ২০ হাজার ২৫৯ জন।

এরপর আছে চট্টগ্রাম। এই বিভাগে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯৯৮।

চট্টগ্রামের পর আছে নারায়ণগঞ্জ। এই জেলায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৫৯৮।

এরপর ঢাকা জেলায় আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৫৮ জন।

কুমিল্লায় আক্রান্তের সংখ্যা এক হাজার ১৯৫ জন।

গাজীপুরে এক হাজার ১৬৫ জন।

মুন্সীগঞ্জে ৯৫৮ ও কক্সবাজারে ৯৬৯ জন।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন আট শ’ ৮৮ জন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877