বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

কঠোর লকডাউনে করোনামুক্ত নিউজিল্যান্ড

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাসকে মোকাবিলা করতে কঠোর লকডাউন আরোপ করেছিল নিউজিল্যান্ড। যার সুফল ইতোমধ্যে পেয়ে গেছে দেশটি। সংক্রমণের ১০১ দিনের মাথায় করোনামুক্ত ঘোষণা করা হলো নিউজিল্যান্ড। দেশটিতে আর একজনও করোনা রোগী নেই বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দুই সপ্তাহ আগে দেশটিতে সর্বশেষ করোনা রোগী শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানায়, বিশ্বের যে কোন দেশের চেয়ে কড়াকড়িভাবে লকডাউন আরোপ করেছিল নিউজিল্যান্ড। যার ফলে দেশে এখন কোনো করোনা আক্রান্ত নেই। সর্বশেষ গত ২২ মে করোনা রোগী শনাক্ত হয়েছিল।

করোনাভাইরাসকে দ্রুত মোকাবিলা করতে সফল হওয়ায় প্রশংসায় ভাসছে নিউজিল্যান্ড।
প্রায় ৪৯ লাখ জনসংখ্যার দেশটিতে মাত্র এক হাজার ১৫৪ জন আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন ২২ জন।

করোনা নিয়ন্ত্রণে টানা সাত সপ্তাহ কঠোর লকডাউন আরোপ করেছিল দেশটি। সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর গত মাসে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

তবে দেশটি এখন করোনামুক্ত হওয়ায় সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দিতে পারেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সোমবার রাতে তার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ