স্বদেশ ডেস্ক : বিশ্বকাপে ইনজুরি সমস্যা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ শিবিরে। একের পর এক আসছে অসন্তোষজনক খবর। সাইফউদ্দিনের ইনজুরি রহস্য কাটতে না কাটতেই এবার মাথায় আঘাত পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
সাউদাম্পটনে আজ রোববার অনুশীলনের সময় ঘটনাটি ঘটে। তবে মিরাজ অনুশীলন করেছিলেন না। আইসিসিকে ইন্টারভিউ দিচ্ছিলেন মেহেদী মিরাজ। এ সময় ব্যাটিং অনুশীলন করছিলেন সাব্বির। তার মারা একটি বল সরাসরি আঘাত হানে মিরাজের মাথায়। এরপর সঙ্গে সঙ্গে তার মাথায় পানি ঢালা হয়।
মিরাজের মাথায় আঘাত কেমন এ নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তিনি এখন ফিজিও থিহান চন্দ্রমোহনের তত্ত্বাবধানে আছেন। আগামীকাল সোমবার আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।