বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

যুক্তরাষ্ট্রে মহাত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর

স্বদেশ ডেস্ক:

আমেরিকায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের খুনের প্রতিবাদে চলমান বিক্ষোভে অহিংস আন্দোলনের জনক মহত্মা গান্ধীর মূর্তি ভাঙচুর হয়েছে। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের সামনে থাকা মহত্মা গান্ধীর মূর্তি ভেঙেছেন বিক্ষোভকারীরা।

ঘটনার সত্যতা স্বীকার করে মার্কিন প্রশাসন দুঃখ প্রকাশ করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।

গত ২৫ মে মিনিয়াপলিসে এক খাবারের দোকানের কর্মচারী ৯১১ নম্বরে কল করে অভিযোগ করেন, এক ক্রেতা সিগারেট কেনার পর ২০ ডলারের জাল নোট দিয়েছে। পুলিশ এসে ওই অভিযোগে ৪৬ বছর বয়সী জর্জ ফ্লয়েডকে গ্রেপ্তার করে।

জর্জ ফ্লয়েডের ঘাড়ে হাঁটু দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করেন শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিন। এক প্রত্যক্ষদর্শীর তোলা ১০ মিনিটের ভিডিও ফুটেজে দেখা যায়, জর্জ ফ্লয়েড নিশ্বাস না নিতে পেরে কাতরাচ্ছেন এবং বারবার শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে বলছেন, ‘আমি নিশ্বাস নিতে পারছি না।’

এ ঘটনায় চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেই হত্যায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে ফ্লয়েডকে চেপে ধরা পুলিশ কর্মকর্তা ডেরেক চাওভিনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অপর তিন কর্মকর্তার বিরুদ্ধে নতুন করে হত্যাকাণ্ডে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগ আনা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877