স্বদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে এই প্রথম রাজ্য মন্ত্রিসভার এক সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর করোনা পরিজিভ জানা গেছে। তবে মন্ত্রী জানিয়েছেন, তার কোনও উপসর্গ নেই। তাই তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তাঁর স্ত্রীও কোয়ারেন্টিনে রয়েছেন বলে তিনি জানিয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, তার বাড়ির পরিচারিকার শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। এর পরেই পরিবারের সকলের নিয়মিত নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার সেই রিপোর্ট আসার পর জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।