স্বদেশ ডেস্ক: পশ্চিমবঙ্গে শুক্রবার ভোরে মুর্শিদাবাদের সুতি এলাকা থেকে জেএমবির এক অন্যতম শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স স্থানীয় পুলিশের সহায়তায় আব্দুল করিম ওরফে বড় করিম নামের এ জেএমবি নেতাকে গ্রেপ্তার করেছে। এসটিএফে সুত্রে বলা হয়েছে, স্থানীয় আদালতে তাকে পেশ করে পুলিশ রিমান্ড চাওয়া হবে।এসটিএফের গোয়েন্দাদের দাবি, এই মূহুর্তে নিষিদ্ধ জেএমবি সংগঠনের তিন শীর্ষ নেতার একজন করিম। সংগঠনের অর্থ জোগাড় থেকে বিস্ফোরক সরবরাহ এবং ‘লজিস্টিক ব্যবস্থাপনার দায়িত্ব ছিল তাঁর। তিনি সংগঠনের প্রধান সালাউদ্দিন সালেহিনের ঘনিষ্ঠ বলে গোয়েন্দারা জানিয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে কলকাতা পুলিশের এসটিএফ-র গোয়েন্দারা ধূলিয়ান মডিউলের অন্যতম চাঁই পয়গম্বর শেখ এবং জমিরুল ইসলামকে গ্রেপ্তার করে। সেই সময় তল্লাশি করতে গিয়ে সামশেরগঞ্জে আবদুল করিমের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট-সহ বিভিন্ন ধরনের বিস্ফোরক। কিন্ত গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছিল করিম।