স্বদেশ ডেস্ক:
ভারতে সর্বাধিক হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হলেন ৭ হাজার ৪৬৬ জন। যার ফলে সেদেশে মোট সংক্রামিত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৬৫ হাজার ৭৯৯।
মোট আক্রান্তের মধ্যে সেরে উঠেছেন ৭১ হাজার ১০৬ জন মানুষ। মৃত্যু হয়েছে ৪ হাজার ৭০৬ জনের। ভারতে চতুর্থ লকডাউনের শেষ সীমায় দাঁড়ালেও লাগাম দেয়া যাচ্ছে না সংক্রমণে।
আমেরিকার জন হপকিন্স ইউনিভারসসিটির তথ্য বলছে করোনায় মৃত্যুর বিচারে চীনকেও পিছনে ফেলেছে ভারত। আক্রান্ত হয়েছেন চীনের থেকে প্রায় দ্বিগুণ সংখ্যার মানুষ।
২০১৯ এর ডিসেম্বরে চীনের উহানে শুরু হয়েছিল করোনা সংক্রমণ। এরপর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মারণ ভাইরাস। সারা বিশ্বে ৫৯ লাখেরও বেশি মানুষ এই রোগের কবলে পড়েছেন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৩ লাখেরও বেশি। তবে গত কয়েকদিনে চীনে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটাই কম।
সারা বিশ্বজুড়ে করোনার ভয়াবহ প্রকোপ পড়লেও মারাত্মক অবস্থা আমেরিকায়। সেখানে ১৭ লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। অন্যদিকে ভারত ছাড়াও ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, স্পেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানির অবস্থা করোনায় শোচনীয়। বর্তমানে করোনার বিচারে ১৪তম নম্বরে রয়েছে চীন। ভারত নয় নম্বরে।
অন্যদিকে করোনা নিয়ে চীনের ওপর বারেবারে খড়গহস্ত হয়েছে আমেরিকা। একাধিক বার চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে মুখ খুলেছেন ট্রাম্প। একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, করোনা ভাইরাস ছড়ানোর পরেও চীনের একাধিক তথ্য গোপন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ট্রাম্পের অভিযোগ, ২০১৯ সালের ৩০শে ডিসেম্বর তাইওয়ান হু’কে জানিয়েছিল উহানের কথা। কিন্তু গ্রাহ্য করেনি হু। সেদিন ব্যবস্থা নিলে, আজ এই দিন দেখতে হত না। মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ চীন যে তথ্য চেপে রেখেছে তাও জানত বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তারাও মুখ খোলেনি। করোনা মহামারী আকারে ছড়িয়ে পড়ার পরেও করোনার উৎস নিয়ে মুখ খোলেনি হু।