শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক বছর পিছিয়ে গেল জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন

এক বছর পিছিয়ে গেল জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন

স্বদেশ ডেস্ক:

করোনাভাইরাস মহামারীর কারণে এক বছর পিছিয়ে গেল জাতিসঙ্ঘের ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন (সিওপি২৬)। চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গুরুত্বপূর্ণ এ সম্মেলন। কিন্তু মহামারীর কারণে এটি এখন অনুষ্ঠিত হবে ২০২১ সালের নভেম্বরে।

বৃহস্পতিবার ব্রিটিশ মন্ত্রী এবং জলবায়ু সম্মেলনের সভাপতি অলক শর্মা এ তথ্য জানিয়েছেন।

এক টুইটে তিনি জানান, সিওপি২৬০এর নতুন দিন নির্ধারিত হয়েছে। এটি ২০২১ সালের ১ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

জলবায়ু পর্যবেক্ষকরা বর্তমান পরিস্থিতি বিবেচনায় সম্মেলন পিছিয়ে দেয়াকে যুক্তিযুক্ত বললেও অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন, এই বিলম্বের ফলে বৈশ্বিক উষ্ণায়ন কমাতে বিভিন্ন দেশে সংবেদনশীল পদক্ষেপগুলোর বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।

করোনাভাইরাস মহামারীর কারণে স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় গ্লাসগো সম্মেলন পিছিয়ে দেয়ার প্রস্তাব করেছিল যুক্তরাজ্য। বিশাল এ সমাবেশ আয়োজনে আরও সময় প্রয়োজন জানিয়ে জাতিসংঘের জলবায়ু ফোরামে চিঠি দিয়েছিল তারা। এ আবেদন গ্রহণের পর বৃহস্পতিবার এতে অনুমোদন দেয় কর্তৃপক্ষ।

সূত্র: আল জাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877