স্বদেশ ডেস্ক:
সাভারে নতুন করে আরও ৩২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। এ নিয়ে সাভারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ৩৮৭ জনে। আর মোট মারা গেলেন ৬ জন। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) ডা. ফেরদৌসি আক্তার জানান, ১৩৮ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হলে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।
তিনি আরো জানান, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান করোনা আক্রান্ত হলে তিনি হোম আইসোলেশনে রয়েছেন।