স্বদেশ ডেস্ক: সরকারের অনুমোদনের পর আগামী ৩১ মে থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ ও আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের বিষয়ে আগামীকাল শুক্রবার সিদ্ধান্ত জানাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
সাধারণ ছুটি শেষ হওয়ার পর আগামী ৩১ মে অফিস খোলার পাশাপাশি ‘সীমিত পরিসরে স্বল্প সংখ্যক’ যাত্রী নিয়ে সব ধরনের গণপরিবহন চলার অনুমতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া এক অফিস আদেশে সরকারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ট্রেন চালুর বিষয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, ‘৩১ মে থেকে ১৫ জুন শুধু আন্তঃনগর ট্রেন চালুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।’
স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ‘আগামী শনিবার দুপুরে রেলভবনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে ট্রেন চালুর বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
ট্রেনে যাত্রীদের শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এই সময়ে আসন সংখ্যার অর্ধেক টিকেট বিক্রি করা হবে। অনলাইন ও স্টেশনের কাউন্টার-দুভাবেই টিকেট পাওয়া যাবে।
সড়ক পরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু নাসের গণমাধ্যমকে বলেন, ‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করে কীভাবে গণপরিবহন চলাচল করতে পারে সেজন্য শুক্রবার বিআরটিএ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠক হবে। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
লঞ্চে অর্ধেক যাত্রী নেওয়ার কথা জানিয়ে নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের লঞ্চে যদি ৫০০ জন যাত্রীর ধারণক্ষমতা থাকে সেখানে আমরা ২০০ জন করে নেব। সে ক্ষেত্রে ভাড়াটা বেড়ে যাবে।’
উল্লেখ্য, করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে বন্ধ দেশের অফিস-আদালত, তখন থেকে গণপরিবহণও রয়েছে বন্ধ।