স্কাই ডাইভিং অনেকের কাছে দারুণ রোমাঞ্চকর এক খেলা। বিমান থেকে লাফিয়ে পড়ার এই অ্যাডভেঞ্জারাস ডাইভিং নিতে বাড়তি সাহসের প্রয়োজন হয়। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সে সাহসটা নিয়েই উঠেছিলেন উড়োজাহাজে। আর ঝাঁপ দিয়েছেন দুবাইয়ের আকাশ থেকে।
জানা গেছে, ঈদের পর দুবাইয়ে গিয়েছিলেন মেহজাবীন। তখনই তিনি অংশ নেন এই ডাইভে।দুবাইয়ের প্লাম আইসল্যান্ডের আকাশে ডাইভ দিয়েছেন এই অভিনেত্রী। মেহজাবীন জানান, সত্যিই অসাধারণ একটা ডাইভ ছিল এটি। স্কাই ডাইভিংয়ের জন্য দুবাই-ই সেরা।
এদিকে স্কাই ডাইভিংয়ে মেহজাবীনের প্রস্তুতি, উড়োজাহাজ থেকে মাটিতে নামা পর্যন্ত পুরো ঘটনার ভিডিও নির্মাণ করেছে এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।