শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ৬২ হাজার স্বাস্থ্যকর্মী কোভিড নাইন্টিনে আক্রান্ত

যুক্তরাষ্ট্রে ৬২ হাজার স্বাস্থ্যকর্মী কোভিড নাইন্টিনে আক্রান্ত

স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিন রোগিদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাও আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৬২ হাজার চিকিৎসক ও নার্স। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ২৯১ জন। দেশটির সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন বা সিডিসি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে জানানো হয়, এখন পর্যন্ত ৬২ হাজার ৩৪৪ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে সিএনএন জানিয়েছে, দেশটিতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা মূলত আরো বেশি। মার্কিন চিকিৎসকদের অভিযোগ, তাদেরকে প্রয়োজনীয় পিপিই দেয়া হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিই ভয়াবহ হচ্ছে প্রতিদিনই।

মঙ্গলবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬১১ জন। এরফলে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ লাখ ২৫ হাজার জনে। দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা সম্প্রতি এক লাখ ছাড়িয়েছে। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে প্রায় ৫ লাখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877