স্বদেশ ডেস্ক: যুক্তরাষ্ট্রে কোভিড নাইন্টিন রোগিদের চিকিৎসা দিতে গিয়ে নিজেরাও আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৬২ হাজার চিকিৎসক ও নার্স। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ২৯১ জন। দেশটির সেন্টারস ফর ডিজেজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন বা সিডিসি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। এতে জানানো হয়, এখন পর্যন্ত ৬২ হাজার ৩৪৪ জন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে সিএনএন জানিয়েছে, দেশটিতে স্বাস্থ্যকর্মীদের মধ্যে আক্রান্তের সংখ্যা মূলত আরো বেশি। মার্কিন চিকিৎসকদের অভিযোগ, তাদেরকে প্রয়োজনীয় পিপিই দেয়া হচ্ছে না। এদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতিই ভয়াবহ হচ্ছে প্রতিদিনই।