স্বদেশ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার রাত আটটায় খালেদা জিয়ার গুলশানের বাসা ‘ফিরোজা‘য় যান মান্না। সেখানে প্রায় পৌনে একঘণ্টা কথা বলেন তারা।
জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না মানবজমিনকে বলেন, ওনাকে (খালেদা জিয়া) ঈদের শুভেচ্ছা জানাতে এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়েছিলাম। সেখানে প্রায় ৪০ মিনিটের মতো ওনার সঙ্গে কথা হয়েছে।
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কেমন দেখলেন জানতে চাইলে তিনি বলেন, মানসিকভাবেও তিনি ভালো আছেন। তবে তিনি ঠিকভাবে খাওয়া-দাওয়া করতে পারছেন না। ঈদের দিন নাকি সামান্য জাও খেয়েছেন বলে তিনি আমাকে জানিয়েছেন। আর ওনার হাতের আঙ্গুল সেভাবে নাড়াতে পারেন না, দাঁড়াতে পারেন না।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে খালেদা জিয়া কিছু বলছেন কিনা জানতে চাইলে জাতীয় ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা বলেন, না তেমন কিছু বলেননি।
তবে তিনি সবার খোঁজ খবর নিয়েছেন। আর এই মহামারীতে দেশবাসীকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন।
এর আগে ঈদের দিন রাতে বেগম জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেন।