মিস ইউনিভার্স ২০১৮ তে নিউজিল্যান্ড ফাইনালিস্ট মডেল অ্যাম্বার লি ফ্রিস (২৩)কে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে তার বাসা থেকে। মিস ওয়ার্ল্ড নিউজিল্যান্ডের অফিসিয়াল একাউন্টে এ খবর প্রকাশ করা হয়েছে। তবে কি কারণে তিনি মারা গেছেন তা এখনও জানা যায় নি। তার ফেসবুক একাউন্ট অনুযায়ী, তিনি অকল্যান্ডের বাসিন্দা। ২০১৮ সালের মিস ইউনিভার্স নিউজিল্যান্ড প্রতিযোগিগতার ফাইনালিস্ট ছিলেন। ফেসবুকে একজন লিখেছেন, সুন্দরী এবং মেধাবী অ্যাম্বার লি ফ্রিস-এর আকস্মিক চলে যাওয়ার খবরে আমরা হতাশাগ্রস্ত। ফেসবুক পোস্টে তার মৃত্যুকে নিশ্চিত করে শ্রদ্ধা প্রকাশ করেছেন মিস ওয়ার্ল্ড নিউজিল্যান্ড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট নাইজেল গডফ্রে।