মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন

লকডাউন এরশাদের পল্লী নিবাস

লকডাউন এরশাদের পল্লী নিবাস

প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের বাড়ি পল্লী নিবাস লকডাউন করা হয়েছে। তার ছেলে রংপুর ১ আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি সাদের দেহরক্ষীর করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এই লকডাউন। শনিবার সাদ এরশাদের দেহরক্ষী শিবলু করোনা ভাইরাস পজেটিভ আসে।

সোমবার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা এটি নিশ্চিত করে বলেন, সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ এবং মহানগর পুলিশের তাজহাট থানা যৌথভাবে রোববার রাতে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের দর্শনা এলাকার বাসভবন পল্লী নিবাস ‘লকডাউন’ করেছে।

তিনি আরও বলেন, সেখানে অবস্থান করছেন সংসদ সদস্য রাহগির আল মাহি সাদ ও তার স্ত্রী মহিমা সাদ এরশাদ। সেখানের সকল স্টাফদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877