শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দেশের যেসব এলাকায় আজ ঈদ উদযাপিত হচ্ছে

দেশের যেসব এলাকায় আজ ঈদ উদযাপিত হচ্ছে

শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আগামীকাল সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। কিন্তু সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আজ উদযাপিত হচ্ছে ঈদ।

চট্টগ্রাম, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, দিনাজপুর, জামালপুর, মৌলভীবাজার, পাবনা, চাঁদপুর, শরিয়তপুর, মাদারীপুর, ঝিনাইদহ বিভিন্ন গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।

চট্টগ্রামের চন্দনাইশ শাহ্সুফি দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদসহ যাবতীয় ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। এই দরবারের অনুসারী চট্টগ্রামের ৭টি উপজেলার অর্ধশত গ্রামে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রামে, পটুয়াখালীর ২২ গ্রামে, বরগুনা জেলার আমতলী, পাথরঘাটা, বরগুনা সদর, বেতাগী উপজেলার প্রায় ৫ হাজার মানুষ এবং ভোলা জেলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ৫ হাজার পরিবার আজ ঈদ উদযাপন করছেন।

চাঁদপুরের ৪০ গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে আজ। ওই গ্রামগুলোর প্রায় লক্ষাধিক অনুসারী আজ ঈদুল ফিতর উদযাপন করছেন।

দিনাজপুরের সদর, চিরির বন্দর, পার্বতীপুর ও কাহারোল উপজেলার কিছু এলাকায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে প্রায় ২ হাজার পরিবার।

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১০টি গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারের কয়েকটি স্থানে ঈদুল ফিতরের নামাজ হয়েছে। সকাল সাড়ে ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তাছাড়া জেলার শ্রীমঙ্গল, বড়লেখা, কুলাউড়া ও কমলগঞ্জের কয়েকটি গ্রামে আলাদাভাবে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

পাবনার সুজানগর উপজেলার বদনপুর গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নের বদনপুর গ্রামের প্রায় ৪০টি পরিবার ঈদ উদযাপন করছে।

মাদারীপুরের ৪০ গ্রামে একদিন আগেই ঈদ উদযাপন করছে। সুরেশ্বরীর প্রায় ৩০ হাজার ভক্ত অনুসারী মাদারীপুরের ৪০ গ্রামে ঈদুল ফিতর উদযাপন করছে।

শরীয়তপুরের ছয় উপজেলার ২৯ গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। হজরত সুরেশ্বরী (র.) অনুসারীরা এ ঈদ উদযাপন করছেন। এছাড়াও জেলার বেশ কয়েকটি স্থানে মসজিদে ছোট আকারে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়া জামে মসজিদে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

ঝিনাইদহের হরিনাকুণ্ডের ১০ গ্রামের অর্ধশত পরিবার ঈদুল ফিতর উদযাপন করছেন। আজ রোববার সকাল ৭টায় ওইসব পরিবারের সদস্যরা পৌরসভাধীন চটকাবাড়ীয়া দক্ষিণপাড়া জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877