শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ পূর্বাহ্ন

স্বরূপকাঠির উপজেলা বি এন পির সাাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রিপনের উদ্দোগে বি এন পির কর্মী সহ তৃণমূলদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

স্বরূপকাঠির উপজেলা বি এন পির সাাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রিপনের উদ্দোগে বি এন পির কর্মী সহ তৃণমূলদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

পিরোজপুর  জেলা প্রতিনিধি  : করোনার আতঙ্কে সকলেই আতঙ্কিত সমগ্র বিশ্ব সহ  বাংলাদেশের সমগ্র মানবজাতি। গত ২৫ মার্চ হতে সমগ্র বাংলাদেশের মধ্যে লক ডাউনের আওতায় আনা হয়েছে। আর এ  কারণে গাও গ্রামের  হত দরিদ্র মানুষ পড়েছে মহা বিপাকে। সরকার সময় উপযোগী পদক্ষেপ নিয়ে যাচ্ছে একের পর এক। এদিকে  করোনার  আতঙ্কে কঠিন দুঃসময়ে সরকারের পাশাপাশি বিকল্প হিসাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দল বি এন পির ত্রাণ সামগ্রী বিতরণ কিছুটা কৌশল অবলম্বন করে দারুণ মুন্সীয়ানার ছাপ রেখেছে ইতিমধ্যে।  উপজেলা  বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রিপন       জনপ্রিয় নেতা হিসেবে   ইতিমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কল্পে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছে। সরকারের ত্রাণ সামগ্রী বিতরণে বেশীরভাগ দলীয়করণ, আত্মীয় করণ ও নির্বাচনী করণ ভূমিকা থাকায় সরকারের ভাবমূর্তি কিছুটা ক্ষুন্ন করে  চরম অনিয়ম হয়েছে। তাই সরকারের ব্যার্থতা থেকে শিক্ষা নিয়ে উপজেলা   বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেনের উদ্দোগে  ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা। বি এন পির    নেতারা ঢাকঢোল ছাড়াই গোপনে গোপনে কিংবা বিকাশের মাধ্যমে বি এন পির কর্মীদের জন্য সার্বিক সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। পাশাপাশি দলের তৃণমূল কর্মীদের জন্য  কয়েক হাজার পরিবারের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। শনিবার  উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রিপনের উদ্দোগে দেশের কঠিন দুঃসময়ে সরকারের পাশাপাশি বিকল্প হিসাবে আত্ম মানবতার সেবায় এগিয়ে আসছে। দলের কর্মীদের পাশাপাশি তৃণ মূল  কর্মীদের জন্য     জন্য সাহায্যের হাত  বাড়িয়ে দিয়েছেন। কোন রকম অরাজকতা ছাড়াই সাংগঠনিক    সম্পাদক মোঃ আকতার হোসেন রিপনের উদ্দোগে    উপজেলা স্বেচ্ছাসেবক দলের  সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান তালুকদারের তত্বাবধানে উপজেলার ১০ টি ইউনিয়নের  স্ব স্ব এলাকায় কৌশল অবলম্বন করে ত্রাণ সামগ্রী বিতরণ করে  দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে । অবশ্য দলের টানে স্ব শরীরে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ হাসানাত আকন, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ  মাসুম বিল্লাহ,  গুয়ারেখা ইউনিয়নের সাবেক ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ আরিফুল ইসলাম (আরিফ) ও বলদিয়া ইউনিয়নের ছাত্র দলের তরুণ সংগঠক মোঃ আরিফুল ইসলাম,  বলদিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের মোঃ হাসান মাহমুদ ও ৬ নং দৈহারী ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের অন্যতম নেতা মোঃ সোয়েবুল ইসলাম ও স্বেচ্ছাসেবক দলের নেতা নিজাম উদ্দিন ফারুক   প্রমূখ।                               এ ব্যাপারে কথা হয় উপজেলার   অন্যতম  জনপ্রিয়  নেতা সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রিপনের সাথে জেলার গণ মাধ্যম কর্মীদের।  জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলে আমি দলের  টানে  দেশের কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। যদিও    লোক দেখানো সাহায্য করার পক্ষে নই। সাহায্য সহযোগিতা  করবো ঠিকই কিন্তু কাক পক্ষীও জানবে না। তবে আমি আমার সমর্থ অনুযায়ী উপজেলার ১০ টি ইউনিয়নে  দলের কর্মীদের পাশাপাশি তৃণমূল কর্মীদের জন্য  সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি  কৌশল অবলম্বন করে। আসলে  দলের অনেক কর্মীরা   চরম অভাবের কথা মুখে বলতে পারেন না। বেশি সমস্যার মধ্যে হাবুডুবু খাচ্ছে দলের তৃণমূল কর্মীরা । আর এক প্রশ্নের  জবাবে রিপন    বলেন, আসলে আমি দলের নেতা ঠিকই। কিন্তু দলের    সু-সময়ে  নেতৃত্বে ছিলাম না। কঠিন দুঃসময়ে দলের প্রয়োজনে নেতা বানিয়েছেন কিন্তু সু-সময়ের শীর্ষ  উপজলার নেতারা আজ জাতির কঠিন দুঃসময়ে গাঢাকা দিয়েছে কেউ কেউ। তবে ব্যাতিক্রম শুধু নেছারাবাদ উপজেলার সভাপতি মোঃ ফকরুল আলম। আমি ত্রাণ সামগ্রী বিতরণ করতে কৌশল   অবলম্বন করেছি ১০ ইউনিয়নের মধ্যে  ।
এদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান তালুকদার জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আমি তত্বাবধানে আছি শুধু দলের টানে। মূল উদ্দোক্তা হলেন উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন  রিপন ভাই। আসলে গত ২৫ মার্চ হতে দলের প্রয়জনে সাধারণ কর্মীদের সহ তৃণমূল কর্মীদের সমর্থ অনুযায়ী দৈহারী ইউনিয়নের মধ্যে আর্থিক সাহায্য সহযোগিতা করে আসছি। শুধু দৈহারী ইউনিয়নের মধ্যেই নয় বরং মার্চ থেকে অদ্যবদি দলের টানে নেতা আকতার হোসেন নিজ উদ্দোগে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে।  ।  সর্বশেষ তথ্য মতে  সরকারের পাশাপাশি দেশের অন্যতম জনপ্রিয় দল  বি এন পি  ত্রাণ সামগ্রী বিতরণ সত্যিই প্রশংসার দাবী রাখেন। শুধু কেন্দ্র কিংবা বিভাগ কিংবা জেলার মধ্যেই নয় বরং সমগ্র বাংলাদেশের সকল উপজেলার মধ্যে বি এন পির ত্রাণ সামগ্রী বিতরণ দেশের কঠিন দুঃসময়ে দারুণ কাজে লেগেছে। সরকারের কার্যক্রম পরিচালনা করে বেশীর ভাগ বিতর্ক সৃষ্টি হলেও বি এন পির সাংগঠনিক দক্ষতায় কোন রকম বিতর্ক সৃষ্টি হয়নি। স্বাস্থ্য নীতি মেনে   পরিপাটি পরিবেশের মধ্যে আজকের উপজেলার মধ্যে বি এন পির ত্রাণ সামগ্রী বিতরণ চমৎকার পরিবেশে সম্পন্ন হয়েছে।  উপজেলার সুশীল সমাজের লোকজন সহ শীর্ষ নেতারা জেলার গণ মাধ্যম কর্মীদের বলেন, আসলেই দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করেছে    উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক মোঃ আকতার হোসেন রিপন। জাতির কঠিন দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দারুণ প্রশংসনীয় হয়েছে  ইতিমধ্যে।  তবে   জাতীয়তাবাদী দল বি এন পি  ক্ষমতায় না থেকেও স্ব স্ব জেলার শীর্ষ নেতারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে সমর্থ অনুযায়ী।  সরকারের মত আহামরি   না হলেও জাতির কঠিন দুঃসময়ে  বি এন পি জনগণের   পাশে দাড়িয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877