শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন

করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধই খাচ্ছেন ট্রাম্প!

করোনা প্রতিরোধে ম্যালেরিয়ার ওষুধই খাচ্ছেন ট্রাম্প!

মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে করোনাভাইরাসের চিকিৎসায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধটি মূলত ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়।

গতকাল সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্বে ডোনাল্ড ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

এই মহামারিতে মারাত্মক ঝুঁকিতে থাকা রেস্টুরেন্ট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি হাইড্রোক্সিক্লোরোকুইন নিচ্ছি। আমি গত দেড় সপ্তাহ ধরে প্রতিদিন একটি করে ট্যাবলেট নিচ্ছি।’

ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ওষুধটিকে প্রথমদিকে করোনার চিকিৎসায় ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। তবে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এই ওষুধ করোনাভাইরাসের চিকিৎসায় সহায়ক না। তাই যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন বিভাগ (এফডিএ) সতর্কতা জারি করে এই ওষুধ ব্যবহার না করার পরামর্শ দেয়।

গত ২৪ এপ্রিল কোভিড-১৯ আক্রান্ত রোগীদের হাইড্রোক্সিক্লোরোকুইন কিংবা ক্লোরাকুইন ব্যবহারে হার্টের গুরুতর জটিলতা সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে এফডিএ।

তবে হোয়াইট হাউসের চিকিৎসক সেন কনলির অনুমতি নিয়েই মার্কিন পেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ওষুধ খাচ্ছেন। এ ছাড়াও প্রতিদিনই মার্কিন প্রেসিডেন্টের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে, বিজ্ঞানীদের অনুমোদিত না এমন কিছু মার্কিন প্রেসিডেন্টের খাওয়া উচিত নয় বলে মার্কিন টেলিভিশন চ্যনাল সিএনএনকে জানিয়েছেন ডেমোক্র্যাটিক হাউস অফ রিপ্রেজেনটেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877