বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০২:৪৩ পূর্বাহ্ন

ভারতে রেকর্ড শনাক্তের দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯০ হাজার

ভারতে রেকর্ড শনাক্তের দিনে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯০ হাজার

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার পেরিয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৪ হাজার ৯৮৭ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ। এর ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৯২৭ জনে। এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৮৭২ জন।
রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৩৪ হাজারের বেশি রোগী। সুস্থতার হার ৩৭.৫১ শতাংশ।

সবচেয়ে বেশি করোনা সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাডু ও গুজরাটে। গত ২৪ ঘণ্টাতে সেখানেও আক্রান্তের সংখ্যা আগের রেকর্ড ভেঙে দিয়েছে।

কোভিড-১৯ সংক্রমণের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের। সেখানকার সংক্রমণের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ হাজার ৬০৬ জন। এক দিনে আক্রান্তের হিসেবে এটা নতুন রেকর্ড। এর আগে তা ছিল ৮৮৪ জন। মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৫৫ জন।

তামিলনাডুতে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪০০। এদিকে দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ৪৩৮। মৃত ১২৯।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই গুজরাট। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪০ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার কেরলে নতুন করে ১১ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে রাজ্যে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৭। ১০ মে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছিল, সেখানে সংক্রমণ কমে গিয়েছে অনেকটাই। মাত্র ২০ জন সক্রিয় করোনা রোগী রয়েছেন সেখানে। কিন্তু ছয় দিনের মধ্যে সেখানে ৮৭টি সংক্রমণের ঘটনা সামনে এলো।

দেশব্যাপী লকডাউনের তৃতীয় পর্যায় শেষ হচ্ছে রোববার। স্বাভাবিকতা ফেরানোর লক্ষ্যে সরকার নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877