বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে শিশুসহ ১২ জনের করোনা শনাক্ত

সোনারগাঁওয়ে শিশুসহ ১২ জনের করোনা শনাক্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ছয় বছরের এক মেয়ে শিশুসহ নতুন করে ১২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক পুরুষ, চারজন প্রাপ্তবয়স্কা নারী ও একজন মেয়েশিশু।

শনাক্তদের মধ্যে উপজেলার সনমান্দিতে একজন নারী, মোগরাপাড়া ইউনিয়নের বাড়িচিনিশে দুইজন পুরুষ ও দুইজন নারী, বাড়ি মজলিসে দুইজন পুরুষ ও একজন নারী, পিরোজপুর ইউনিয়নের মনাইরকান্দিতে একজন পুরুষ, ভাটিবন্দরে একজন পুরুষ, সোনারগাঁও পৌরসভার আমিনপুর গ্রামে একজন পুরুষ ও ছয় বছরের এক মেয়েশিশু করোনায় আক্রান্ত হয়েছেন।

এখন পর্যন্ত সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩ জনে।

বৃহস্পতিবার রাতে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।

ডা: পলাশ কুমার সাহা জানান, ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সোনারগাঁওয়ে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন দুইজন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877