মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:৪২ পূর্বাহ্ন

করোনার নতুন এন্টিবডি টেস্ট শতভাগ সফল!

করোনার নতুন এন্টিবডি টেস্ট শতভাগ সফল!

করোনাভাইরাসের একটি এন্টিবডি টেস্ট শতভাগ সফলতা পেয়েছে। এর মাধ্যমে কারও শরীরে করোনার প্রতিরোধ ক্ষমতা তৈরি করেছে কিনা তা জানা যাবে। কোনো ব্যক্তি পূর্বে করোনায় আক্রান্ত হয়েছিল কিনা তাও জানা যাবে।

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এই এন্টিবডি টেস্ট অনুমোদন করেছে বলে গতকাল বুধবার খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) গত সপ্তাহে বলেছে, পরীক্ষার জন্য বিখ্যাত সংস্থা পোর্টন ডাউনের সুবিধায় নতুন ওই এন্টিবডি ব্লাড স্টেস্ট করা হয়, যা উদ্ভাবন করেছে সুইজারল্যান্ডের একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি রোচে।

পিএইচই বলছে, রোচে’র পরীক্ষাটি অত্যন্ত সুনির্দিষ্ট ও শতকরা শতভাগ সফল ছিল। পরীক্ষায় পাওয়া এই ফলাফলকে করোনা প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত ইতিবাচক একটি ডেভেলপমেন্ট হিসেবে ভূয়সী প্রশংসা করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই পরীক্ষাটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে এটা নির্ধারণ করা সহজ হয় যে, একজন রোগী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন কিনা এবং তার ভেতরে এই ভাইরাসের বিরুদ্ধে এন্টিবডি তৈরি হয়েছে কিনা, তা নির্ধারণ করা যায়। এই পরীক্ষার মাধ্যমে কোনো ব্যক্তির শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয়েছে কিনা, তা নির্ধারণে সহায়তা করবে এই এন্টিবডি। পাশাপাশি জনসংখ্যার কত ভাগ এ ভাইরাসে সংক্রমিত হয়েছে তাও নির্ধারণ করা যাবে।

গত সপ্তাহে পিএইচই পোর্টন ডাউনের বিজ্ঞানীরা নিরপেক্ষ একটি মূল্যায়ন পরীক্ষা করেছেন নতুন রোচে সার্স-কোভ-২ সেরোলজির ওপর। তারা শেষ পর্যন্ত বলেছেন, এটা শতভাগ সফল। এটা একটা অত্যন্ত ইতিবাচক অগ্রগতি।

ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড সোশাল কেয়ার (ডিএইচসিএস) বলেছে, তারা এমন খবরে উৎফুল্ল। তারা বলেছে, এ বিষয়ে সহসাই ঘোষণা দেওয়া হবে। একজন মুখপাত্র বলেছেন, ‘করোনাভাইরাস বিস্তারের বিরুদ্ধে এন্টিবডি পরীক্ষা হলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। এর মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে যে, যার এই রোগ আছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877