স্বদেশ ডেস্ক: গতকালের অসম লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে চমক দেখিয়েছে শ্রীলঙ্কা। চলতি বিশ্বকাপের প্রথম ‘আপসেট’ এর জন্ম দিয়েছে তারা। আজ আরও একটি অসম লড়াই হতে যাচ্ছে বিশ্বকাপে। সাউদাম্পটনের দ্য রোজ বলে মুখোমুখি হয়েছে পরাক্রমশালী ভারত আর এশিয়ার নবীন ক্রিকেট শক্তি আফগানিস্তান।
ইতিমধ্যেই টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আফগান দলনেতা গুলবাদিন নাইবও বলেছেন, তিনি টস জিতলে অবশ্যই ব্যাটিং বেছে নিতেন। খুব কঠিন একটা ম্যাচ হবে এটা। ইংল্যান্ডের বিপক্ষে পারফর্মেন্স থেকে অনুপ্রেরণা নেবে তার দল।
বিশ্বকাপে এ পর্যন্ত ৫টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি আফগনিস্তান। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সবার নীচে। নামের পাশে কোনো পয়েন্টও নেই। অন্যদিকে বিশ্বকাপের হট ফেবারিট ভারত ৪ ম্যাচে ৩ জয় এবং একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবাদে ৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে ভারত। ৬ এবং ৫ পয়েন্ট নিয়ে পাঁচ আর ছয়ে আছে যথাক্রমে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।