সোমবার, ০৬ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন

যুক্তরাজ্য থেকে ফিরলেন আটকে পড়া ১১৪ বাংলাদেশি

যুক্তরাজ্য থেকে ফিরলেন আটকে পড়া ১১৪ বাংলাদেশি

যুক্তরাজ্য থেকে ফিরেছেন করোনাভাইরাস সঙ্কটের কারণে সেখানে আটকা পড়া ১১৪ জন বাংলাদেশি। এদের অধিকাংশই সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করছিলেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে সোমবার সকাল পৌনে ১০টায় তারা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।

এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাড়া করা ওই বিশেষ বিমানটি রোববার স্থানীয় সময় রাত পৌনে ৮টায় হিথ্রো বিমানবন্দর থেকে ছেড়ে আসে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।

প্রাথমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীসহ দুই শতাধিক বাংলাদেশি দেশে ফেরার জন্য নিবন্ধন করলেও শেষ মুহূর্তে অনেকে ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে অথবা দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকার বাধ্যবাধকতার কারণে বুকিং বাতিল করেন।

হাইকমিশন জানিয়েছে, দেশে ফেরা এই যাত্রীদের স্বাস্থ্যগত অবস্থা পর্যালোচনা করে ‘কোভিট-১৯ উপসর্গমুক্ত’ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিয়েছেন মিশনের কর্মকর্তারা। ফলে ঢাকা ফেরার পর স্ক্রিনিংয়ে কোনো জটিলতা পাওয়া না গেলে তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকলেই চলবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877