করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম গুল্লু। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার রাতে বাংলাদেশ জতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভ আড্ডায় জাভেদের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি জানান বাশার।
তিনি বলেন, ‘তিন দিন আগে টেস্ট করেছিলেন জাভেদ ওমর। আজ রিপোর্ট হাতে পেয়েছেন, যেখানে পজিটিভ এসেছে তার। জ্বর এসে কমেও গেছে।’
লাইভ আড্ডায় তামিমের সঙ্গে ছিলেন খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয় ও হাবিবুল বাশার। সাবেক এই ক্রিকেটাররা সতীর্থদের সঙ্গে মজার স্মৃতিচারণ করতে গিয়ে জাভেদের করোনা আক্রান্ত হওয়ার খবর উঠে আসে।
৪৩ বছর বয়সী জাভেদ ওমর বেলিম বাংলাদেশের পক্ষে ৪০ টেস্ট, ৫৯ ওয়ানডে খেলেছেন। ডানহাতি এই ওপেনারের ওয়ানডে অভিষেক হয় ১৯৯৫ সালে, রঙিন পোশাকে খেলে গেছেন ২০০৭ সাল পর্যন্ত। ২০০১ সালে টেস্ট অভিষেকের পর ২০০৭ সালের জুলাই অব্দি খেলেছেন সাদা পোশাকে। ১ সেঞ্চুরি, ৮ ফিফটিতে টেস্টে জাভেদ ওমর বেলিমের রান ১৭২০। ওয়ানডেতে ১০ ফিফটির মালিক জাভেদ ওমর করেছেন ১৩১২ রান।