সোমবার, ২০ মে ২০২৪, ০৫:০৯ পূর্বাহ্ন

এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু দেখল ইতালি

এক সপ্তাহে সর্বনিম্ন মৃত্যু দেখল ইতালি

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড দেখল ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি।

শনিবার একদিনে দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে ১৯৪ জন মারা গেছেন। যা গত এক সপ্তাহে সর্বনিম্ন। এর আগে এই ভাইরাসে গত ৩ মে দীর্ঘ ৫৩ দিন পর সর্বনিম্ন ১৭৪ জন প্রাণ হারান। সবশেষ ১০ মার্চ একদিনে ১৬৮ জনের মৃত্যু হয়েছিল। এরপর ক্রমেই বাড়তে থাকে দেশটিতে প্রাণহানি।

এদিকে ইতালিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজার ২৬৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৩০ হাজার ৩৯৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩১ জন। ইউএনবি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877