রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন

ভারতে মসজিদে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তাব

ভারতে মসজিদে কোয়ারেন্টাইন সেন্টার করার প্রস্তাব

মসজিদের একটি তলা কোয়ারেন্টাইন কেন্দ্র করতে ভারতের কলকাতা পৌরসভাকে প্রস্তাব দিয়েছে মসজিদ কমিটি। জানা গেছে, গার্ডেনরিচ এলাকার বেঙ্গলি বাজার মসজিদ থেকে এই প্রস্তাব এসেছে।

পৌরসভাকে দেয়া প্রস্তাবে বলা হয়েছে, সেই মসজিদের তৃতীয় তলায় ৬ হাজার বর্গফুট জায়গা। সেই তলাটি কোয়ারেন্টাইন সেন্টার হিসেবে ব্যবহার করতে পারে পৌরসভা। পবিত্র রমজান মাসে সামাজিক স্বার্থে মসজিদ কমিটির এই সিদ্ধান্ত বলে সূত্রের খবর।

পৌরসভা সূত্রে খবর, করোনা সংক্রমণের জেরে শহরে ক্রমশ কমছে কোয়ারেন্টাইন সেন্টারে বেডের সংখ্যা। ফলে বাঙালি বাজার মসজিদ কমিটির এই সিদ্ধান্তে কিছুটা সুরাহা হবে তাদের।

এদিকে, রাজ্যের স্বরাষ্ট্র দফতর গার্ডেনরিচের একটা অংশকে কন্টেইনমেন্ট জোনের তালিকাভুক্ত করেছে।

প্রস্তাবটি সম্পর্কে বাঙালি বাজার মসজিদ কমিটির ইমাম মাওলানা কারি মুহাম্মদ রাজবি বলেছেন, ‘আমাদের কাছে খবর ছিল নতুন কোয়ারেন্টাইন কেন্দ্র খুলতে জায়গা খুঁজছে রাজ্য সরকার। তাই ভাবলাম তৃতীয় তলায় কোয়ারেন্টাইন সেন্টার খুলতে প্রস্তাব দিই। সেই তলাটি পরিষ্কার আর সব ধরনের ব্যবস্থাও আছে।’

তিনি দাবি করেছেন, যেহেতু লকডাউনের কারণে গণজমায়েত নিষিদ্ধ। তাই স্থানীয়রা মসজিদে আসছেন না প্রার্থনা করতে। তাদের ঘরেই রমজান পালন করতে পরামর্শ দেয়া হয়েছে। মসজিদ কমিটির দাবি, ‘স্থানীয়দের অনুমতি নিয়েই এই প্রস্তাব দেয়া হয়েছে। সকলেই এই মহৎ উদ্দেশ্যকে সমর্থন করেছেন।’ কলকাতা পৌরসভা সূত্রে খবর, মসজিদ কমিটির এই অবস্থানে তারা কৃতজ্ঞ।

গোটা দেশের মতো পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি পরিসংখ্যান মতে, গত দুই দিনে রাজ্যে লাগাতার বেড়েছে সংক্রমণ। শুধু বৃহস্পতিবারই নতুন করে আরো ৯২ জন আক্রান্ত হয়েছেন ওই মারণ রোগে। ১১২ জন আক্রান্ত হয়েছেন বুধবার। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা। এমনিতেই কলকাতার বহু এলাকা কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। ওই রোগের সংক্রমণ আরো বাড়ায় সেই কনটেইনমেন্ট জোনের সংখ্যাও বেড়েছে। গত দু’দিনে আরো যে সাতজন করোনা রোগীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে পাঁচজনই কলকাতার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। এছাড়াও পশ্চিমবঙ্গে যে সময় মানুষ নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই কলকাতার বাসিন্দা বলে জানা গেছে। ফলে তিলোত্তমা এখন আতঙ্কের শহর হয়ে উঠেছে। কলকাতায় বিভিন্ন হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হচ্ছেন করোনায়। তাদেরও কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে।

সূত্র : এনডিটিভি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877