শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

পিরোজপুরের স্বরূপকাঠির সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ মাসুম মেম্বার ত্রাণ বিতরণে দারুণ গোপনীয়তার ছাপ

পিরোজপুরের স্বরূপকাঠির সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মোঃ মাসুম মেম্বার ত্রাণ বিতরণে দারুণ গোপনীয়তার ছাপ

পিরোজপুর   জেলা প্রতিনিধি : করোনার আতঙ্কে  আতঙ্কিত  সমগ্র জাতি লক ডাউনের ঘোষণা হওয়ার পর থেকেই সমগ্র বাংলাদেশ সহ সকল জেলা , উপজেলার মধ্যে একটা বাড়তি হতাশা সহ অভাব পরিলক্ষিত হচ্ছে যত্রতত্র ভাবে। সরকারের সদিচ্ছার কারণেই মুহুর্তের মধ্যে সরকারি সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইতিমধ্যে।মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিমের ত্রাণ সামগ্রীর পরিমান বৃদ্ধি পেয়েছে।  জেলার মেয়র আলহাজ্ব এম হাবিবুর রহমান মালেক ও  পিরোজপুরের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ এ কে এম আউয়াল  মহোদয়ের ত্রাণ সামগ্রী প্রশংসার ছাপ রেখেছে । এদিকে স্বল্প পরিশরে স্বরূপকাঠি সদর ইউনিয়নের  মধ্যে ৮ নং ওয়ার্ডে  জগন্নাথকাঠীর   বাসিন্দা  মোঃ সেকান্দারের  ছেলে মোঃ মাসুম ত্রাণ বিতরণে বেশ  সক্রিয়।  উদীয়মান সমাজ সেবক হয়ে  শত অভাবের মধ্যেও ত্রাণ সামগ্রী বিতরণ করে দারুণ চমক সৃষ্টি করে আউরিয়ার ৮ নং ওয়ার্ডের মধ্যে । সমাজের বিত্তশালীরা যেখানে চুপশে আছে প্রথম থেকেই  । যদিও  বি এন পির সভাপতি  মোঃ ফকরুল আলম ইতিমধ্যে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তবে  সাধারণ সম্পাদক সহ পৌর বি এন পির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল শীর্ষ নেতারা এক ধরনের  কৌশল অবলম্বন করে ত্রাণ বিতরণ করে যাচ্ছে   । করোনার আতঙ্কে এলাকার মধ্যে  চরম সংকট মুহূর্তে স্থানীয় আওয়ামী লীগ ও    বি এন পির শীর্ষ নেতাদের কার্যক্রম একদম নাই বিদায়   দারুণ বিতর্কিত হচ্ছে এরিমধ্য। অথচ মধ্য বিত্ত পরিবারের সন্তান না  হয়েও সদর ইউনিয়নের জগন্নাথকাঠী  গ্রামের ৮ নং ওয়ার্ডের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চুপিসারে। ঢাকঢোল ছাড়াই গোপনে গোপনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ইতিমধ্যে।  পাশাপাশি সরকারি ত্রাণ বিতরণে দারুণ মুন্সীয়ানার   পরিচয় দেয় সর্ব মহলে।
এ ব্যাপারে তরুণ সমাজ সেবক ও ওয়ার্ডের প্রথম মেম্বার হওয়া      মোঃ  মাসুম  জেলার  ও উপজেলার  গণ মাধ্যম  কর্মীদের বলেন, আসলে বাল্যকাল থেকেই আমি অভাব দেখেছি। শত সংগ্রাম করে জীবন জীবিকার জন্য আজও কঠিন সংগ্রাম করি। জাতির মহা সংকট মুহূর্তে আমি ক্ষুদ্র পরিসরে মানুষের পাশে দাঁডাতে চাই। বিশ্ব সহ সমগ্র বাংলাদেশের মধ্যে করোনার আতঙ্কে সকলেই আতঙ্কিত। লক ডাউনের সময়ে আমাদের এলাকায় একটা অভাব সহ হাহাকার সৃষ্টি হয়েছে। আমার মন থেকে জাগ্রত হওয়া স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছি।  মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে বলেন, আসলে আমি গরীব ঘরের সন্তান হয়েও সমর্থ অনুযায়ী এগিয়ে আসছি ওয়ার্ডের  সাধারণ মানুষের পাশে। সমাজের ধণীরা সহ শিল্পপতিদের জাতীর দুঃসময়ে এগিয়ে আশা উচিত। সর্বশেষ তথ্য মতে উপজেলা পর্যায়ে এখন পর্যন্ত  হাতে গোনা দু একটি এন জি ও   সহ   নাম মাত্র বেশ  কিছু লোকজন এগিয়ে আসছে কঠিন দুঃসময়ে  । এ ব্যাপারে সুশীল সমাজের লোকজনদের ভাষ্য, মাসুম মেম্বারের মত সকল   রাজনৈতিক নেতাদেরও এগিয়ে আশা উচিত বলে মনে করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877