বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৬ অপরাহ্ন

এই সুযোগটা কাজে লাগাচ্ছি

এই সুযোগটা কাজে লাগাচ্ছি

করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কায় মানুষ এখন ঘরবন্দী। তাই অনেকেই সময়গুলো কাটাচ্ছেন বই পড়ে কিংবা সিনেমা দেখে। আবার অনেকে সময়টা কাজে লাগাচ্ছে নিজের মতো করে। সেই তালিকায় নাম লিখেছেন চিত্রনায়িকা পূজা চেরি।

তিনি বলেন, ‘লকডাউনের দিনগুলো পরিবারের সঙ্গে কাটছে। কাজ নেই শুধু অবসর আর অবসর। শুটিং নেই তাই পড়াশোনা আর নিজের কাজগুলো শেষ করার অনেক সময় পাচ্ছি। আর বোরিং সময়গুলো কাটাতে, নানা কাজে ব্যস্ত থাকছি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখার শ্রেষ্ঠ সময় এটি।’

পূজা আরও বলেন, ‘এই সময়ে অনেক বই পড়ছি আর ছবি দেখছি। এছাড়াও মায়ের কাছ থেকে রান্না শিখছি। আমার রান্নার হাত খুব একটা পাঁকা না। আর রান্নার সুযোগও খুব একটা পাইনি। তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি। ইতিমধ্যেই মজাদার অনেক খাবার তৈরি করেছি। এ ক’দিনে রান্নার অনেক কৌশল শিখেছি। এছাড়াও ঘরের কাজগুলো নিজেই করছি।’

কী কী রান্না শিখেছেন জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আগেও বলেছি, রান্নার বিষয়ে আমি খুব একটা দক্ষ না। তাই এ সময়ে প্রয়োজনীয় রান্নাগুলো শিখেছি। এর মধ্যে আছে ডিম চপ, বিরিয়ানি, কেকসহ আরও কিছু। যদিও বিরিয়ানি রান্নায় এখনো খুব একটা দক্ষ হইনি।’

এদিক, করোনার এই সময়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে পূজা চেরি বলেন, ‘করোনা মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই এই রোগে আক্রান্ত হয়ে কয়েক লাখ মানুষ মারা গেছে। উন্নত বিশ্বেই এর চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে। আর আমাদের কথা…। আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা সচেতন হোন। প্রাণঘাতী এই ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে বাঁচাতে ঘরে থাকুন। আপনি ঘরে আছেন, তো ভালো আছেন। আর এই সময় মানসিক স্বাস্থ্য সুরক্ষা খুব জরুরি। আতঙ্কিত হওয়া যাবে না। সচেতনতাই পারে আমাদের রক্ষা করতে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877