বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে চিকিৎসকসহ নতুন করোনা শনাক্ত ৩২ জনের

মুন্সীগঞ্জে চিকিৎসকসহ নতুন করোনা শনাক্ত ৩২ জনের

মুন্সীগঞ্জে নতুন করে সরকারি চিকিৎসকসহ আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ২৪৩।

নতুন ৩২ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় চিকিৎসকসহ ৬ জন, শ্রীনগর উপজেলায় ১২ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, লৌহজং উপজেলায় উপজেলায় ৬ জন এবং গজারিয়া উপজেলায় ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জে ৫ ও ৬ এপ্রিল পাঠানো নমুনার ১৬২টি রিপোর্টের মধ্যে ৩৪ জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে দু’জনের ফলোআপে পজেটিভ। এদের একজন সদরের কেওয়ার গ্রামের নারী এবং অপরজন গজারিয়া উপজেলার।

মুন্সীগঞ্জ শহরের নয়াপাড়ার পুরুষ (৩৫), খালইস্ট পুরুষ (৩৮), মানিকপুরের কিশোরী (১৬), হাতিমারা জোড়ার দেউল গ্রামের নারী (৩৪) ও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মালি পুরুষ (৪৩)। এই মালিকে জেনারেল হাসপাতালের করোনা কেয়ার সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, শুক্রবার সকালে আরো ১৬৪টি নমুনা পাঠানো হয়েছে নিপসম-এ। এ নিয়ে এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার ১৪১৫টি নমুনা ঢাকায় পরীক্ষার জন্য পাঠানো হলো। যার মধ্যে ১১৩৬টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে জেলায় শনাক্ত হওয়া ২৪৩ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৯৭, সিরাজদিখান উপজেলায় ৫০, শ্রীনগরে ৩৬, লৌহজং উপজেলায় ২৬, টঙ্গীবাড়ি উপজেলায় ১২ এবং গজারিয়ায় ২১ জন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ এই তথ্য দিয়ে জানিয়েছেন, মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন করে শনাক্ত ছয়জনের মধ্যে একজন সরকারি নারী চিকিৎসক (৩৪) রয়েছেন। তিনি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন, তবে বিশেষ পরিস্থিতিতে তাকে মাতুয়াইল হাসপাতালে নেয়া হয়েছিল। তার বাসা মুন্সীগঞ্জ শহরের জিপিএইচ কমপ্লেক্সে। মানুষের সেবা করতে গিয়ে তার নিজেরই করোনা শনাক্ত হলো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877