মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন

করোনা আক্রান্ত ৫৪০ চিকিৎসকের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১৮ জন

করোনা আক্রান্ত ৫৪০ চিকিৎসকের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ১৮ জন

দেশে করোনাভাইরাসে আক্রান্ত ৫৪০ চিকিৎসকের মধ্যে মাত্র ১৮ জন সুস্থ হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।

সংগঠনটি বলছে, আজ শনিবার সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৪০ জন চিকিৎসক। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ জন।

ঢাকায় সর্বোচ্চ ৩৮৭ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন জানিয়ে বিডিএফ বলেছে, এর মধ্যে ২৩০ জন সরকারি, ১৩৬ জন বেসরকারি এবং ২১ জন অন্যান্য হাসপাতালের চিকিৎসক।

ময়মনসিংহে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৫৫ জন সরকারি ও ২ জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক। চট্টগ্রামে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।

এ ছাড়া খুলনায় ২৯ জন, বরিশালে ১০ জন, সিলেটে ছয়জন, রংপুরে সাতজন সরকারি হাসপাতালের চিকিৎসকসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877