শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ অপরাহ্ন

কোভিড-১৯ কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যের প্রাণ

কোভিড-১৯ কেড়ে নিল আরও দুই পুলিশ সদস্যের প্রাণ

কোভিড-১৯ এ প্রাণ হারিয়েছেন আরও দুই পুলিশ সদস্য। ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত এই দুই সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে ছিলেন।

আইসোলেশনে থাকাবস্থায়ই বুধবার রাতে ও ‍বৃহস্পতিবার ভোরে তারা না ফেরার দেশে পারি জমান।

মারা যাওয়া দুজনের একজন ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)। অন্যজনের নাম আশেক মাহমুদ (৪২)। তিনি ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছেন।

দুই পুলিশ সদস্যের মৃত্যুর বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট বিভাগ নিশ্চিত করেছে।

আবদুল খালেদ মিরপুর পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত ছিলেন। তিনি মসজিদের ইমামও ছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার ঝোপখালী গ্রামে।

বৃহস্পতিবার ভোর রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্যক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আশেক মাহমুদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। এর আগে বুধবার করোনায় দেশে প্রথম পুলিশ সদস্যের মৃত্যু হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877