রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:০১ পূর্বাহ্ন

অমুসলিম হয়েও রোজা রাখছেন ব্রিটিশ এমপি

অমুসলিম হয়েও রোজা রাখছেন ব্রিটিশ এমপি

অমুসলিম হয়েও মুসলিমদের সঙ্গে রোজা রেখে সংহতির বার্তা দিলেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য পল ব্রিস্টো। ইসলাম ধর্মের মাহাত্ম্য ভালোভাবে বুঝতে রোজা পালন শুরু করেছেন খ্রিস্টান ধর্মাবলম্বী ব্রিটিশ এমপি। পূর্ব ইংল্যান্ডের পিটারবারো শহরে কনজারভেটিভ পার্টির এমপি ব্রিস্টো। রমজানের প্রথম দিন থেকেই রোজা রাখছেন পল ব্রিস্টো। আর রোজা ও ইসলাম বিষয়ে প্রতিদিনের অভিজ্ঞতা ট্যুইটার ও নিজের ওয়েবসাইটে নিয়মিত শেয়ার করছেন।

ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘রমজান হলো আধ্যাত্মিক ভাবনা, আত্মিক উন্নতি এবং উচ্চতর প্রার্থনায় মগ্ন হওয়ার সময়। তাই রমজানের প্রথম সপ্তাহ আমিও রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছি। যদিও আমি মুসলিম নই তবে আমার এই অভিজ্ঞতা পিটারবারোতে বসবাসরত ২০ হাজার মুসলিমের সঙ্গে শেয়ার করতে চাই।’

এছাড়া স্থানীয় গণমাধ্যম ‍‌‌‌‌‌‌’পিটারবারো টেলিগ্রাফে’ এই ব্রিটিশ এমপি বলেছেন, ‘এটা স্পষ্ট যে, মুসলিমরা রমজানে রোজা পালন করলে শুধু তাদের ধর্মীয় অনুশাসন মানা হয় না, এর মাধ্যমে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, ত্যাগ এবং অসহায়দের জন্য সহানুভূতি জাগ্রত হয়।’

তিনি যোগ করেন, ‍‌‌‌‌‌‌’মুসলমানদের বিশ্বাস তথা ইসলাম সম্পর্কে যতই জানছি, নিজেকে ততই উপলব্ধি করছি। রোযা যদিও আমার মানসিক শক্তি ও শৃঙ্খলার পরীক্ষা নিচ্ছে তবে এটা আমাকে সহকর্মীদের মধ্যে অন্তরঙ্গতায় জড়িয়ে নিচ্ছে।‘

উল্লেখ্য, ব্রিটেনে লকডাউনের মধ্যে রমযানে কীভাবে কী করতে হবে সেবিষয়ে বিশেষ নির্দেশিকা প্রকাশ করেছে মুসলিম কাউন্সিল অব ব্রিটেন। দেশটির অনেক মসজিদ তাদের অনলাইন প্রোগ্রাম বাড়িয়ে দিয়েছে। সেখানে নিয়মিত ধর্মীয় নির্দেশনা ও নামাজ প্রচার করা হচ্ছে।
পূবের কলম

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877