রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

নিউইয়র্কের খবির উদ্দিনের ইন্তেকাল

নিউইয়র্কের খবির উদ্দিনের ইন্তেকাল

মাদারীপুরের সাবেক সেনা কর্মকর্তা  নিউইয়কের খবির
উদ্দিন আহমেদ কাজে যাওয়ার উদ্দেশে রওয়ানা হয়ে  গত ২১ এপ্রিল মংগলবার সকাল ৭টা ৪৫ মিনিটের সময় নিউইয়কের বাংগালী অধ্যাষিত জ্যাকসন হাইটসের সাবওয়ের প্লাটফর্মে  হঠাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মারা যান। ইন্নালিল্লাহে অইন্নাইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্ত্রী সন্তান নিয়ে কুইন্সের জ্যাকসন হাইটস ত্রলাকাতেই থাকতেন।মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়ে ত্রকছেলে রেখে গেছেন। তার বড় মেয়ে ডাক্তার।মৃত্যুর সময়ে পরিবারের সবাই নিউইয়র্কেই ছিলেন।তার মৃত্যুর পর পরই পরিবারের পক্ষথেকে মাদারীপুর জেলা সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন হাওলাদারকে মৃত্যু সংবাদটি জানানো হলে তিনি প্রবাসী মাদারীপুর বাসী অনেককেই সংবাদটি জানান।ত্রবং তার দাফনের বিষয়ে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাথে যোগাযোগ রক্ষা করেন। তাৎক্ষণিকভাবে মরহুমের দাফন ও আনুষাঙ্গিক বিষয়ে বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক ত্রগিয়ে ত্রসেছেন।সোসাইটির পক্ষে আব্দুল হাকিম মিয়া সার্বিক যোগাযোগ রাখছেন।খবর বাপসনিউজ।
ত্রদিকে তার মৃত্যু সংবাদে যুক্তরাষ্ট্র প্রবাসী মাদারীপুর জেলাবাসীর মধ্যে ত্রক শোকের  ছায়া নেমে আসে।যুক্তরাষ্ট্র প্রবাসী মাদারীপুর জেলাবাসী তার মৃত্যুতে
গভীর শোকপ্রকাশসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
উল্লেখ্য মরহুম খবির উদ্দিন আহমেদ (খবির বেপাড়ী) পেশাগত জীবনে বাংলাদেশ সেনাবাহিনীর অনারারী ক্যাপটেন ছিলেন।
তার পিতার নাম আমির হোসেন বেপাড়ী।
গ্রামের বাড়ী মাদারীপুর জেলার, শিবচর
উপজেলার, মাদবর চর ইউনিয়নে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877