স্বদেশ ডেস্ক॥ ভবিষ্যৎ পরিকল্পনা করতে আবারও বৈঠকে বসছে বিএনপি। গত সপ্তাহে অনুষ্ঠিত বৈঠক মূলতবি হওয়ার পর স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে আজ শনিবার বৈঠক করবে দলটি।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে। গত বৈঠকে যারা ছিলেন তাদের সঙ্গে এবার যোগ হবেন দলের নতুন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
আজ বিকেলে অনুষ্ঠেয় বৈঠকে যোগ দেওয়ার আগে বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।
গত বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থায়ী কমিটির শূণ্য পদে নতুন সদস্য হিসাবে বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম ঘোষণা করেন।
এর আগে গত ১৫ জুন বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এ সময় তাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেল সাড়ে পাঁচটা শুরু করে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টানা দুই ঘণ্টা পাঁচ ইস্যু নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত ছাড়াই তা মূলতবি করা হয়।
আগামীকালের বৈঠকে দলের ভবিষ্যতের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কী করতে হবে, এ বিষয়ে হোমওয়ার্ক করে আসতে বলা হয়েছে নেতাদের।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘গত শনিবার মূলতবি রেখে স্থায়ী কমিটির বৈঠক শেষ হয়। ওই বৈঠকে খালেদা জিয়ার মুক্তির বিষয়, দলের সাংগঠনিক অবস্থা, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামীকাল বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা হবে।
জানতে চাইলে স্থায়ী কমিটির নতুন সদস্য সেলিমা রহমান বলেন, ‘শনিবারের স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিতে আমাদের বলা হয়েছে।’