স্বদেশ ডেস্ক ॥ রাজধানীর সদরঘাটে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ভাইবোন মেশকাত (১২) ও নুসরাতের (৫) লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে লাশ দুটি উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
জানা যায়, শিশু দুটির বাবা বাবুল ফরাজী কেরানীগঞ্জ এলাকায় ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার উত্তমপুর গ্রামে।
মিশকাতরা বরিশালে গ্রামের বাড়ি গিয়েছিল বেড়াতে। বাবুল ফরাজী কেরানীগঞ্জেই ছিলেন। তাই রাতের লঞ্চে বরিশাল থেকে মামা শামীম হাওলাদারের সাথে ঢাকায় ফেরে মিশকাতরা।
ভোরে ঢাকা সদরঘাটে পৌঁছানোর পর নৌকায় করে কেরানীগঞ্জের বাসায় ফেরার পথে তারা দুর্ঘটনায় পড়ে।
কোস্ট গার্ড মিডিয়া উইংয়ের পরিচালক হামিদুল ইসলাম জানান, আজ সকাল ৭টার দিকে ওয়াইজঘাট থেকে একটি ছোট ডিঙ্গি নৌকা ওপারে যাওয়ার পথে লঞ্চের ঢেউয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এই ঘটনায় শিশুসহ পাঁচজন নিখোঁজ হয়। পরে নৌ পুলিশ, নৌ বাহিনী, সদরঘাট কেবিন ক্রুজার বোট, কোস্ট গার্ড ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। দুপুর সাড়ে ১২টার দিকে নিখোঁজ সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। তবে দুই শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।